প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে কুমিল্লা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

উপজেলা চেয়ারম্যান সাহেবের বাণী

image-not-found

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী, অত্যন্ত মনোরম পরিবেশে সুসমৃদ্ধ কলেজ। বাহ্যিক ও আভ্যন্তরিক দিক থেকে এটি একটি আকর্ষনীয় কলেজ তো বটেই, আবার প্রাণবন্ত ও প্রস্ফুটিত। এর যোগাযোগ ব্যবস্থা অতীব সুন্দর ও সহজ, যা এক নামেই পরিচয় দেয়া যায়। এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৭০০। বর্তমান সরকার শিক্ষাকে গতিশীল, স্বচ্ছ, সফল, বাস্তবমুখী করেছেন। এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ডাইনামিক ওয়েবসাইট, এতে নিজ নিজ প্রতিষ্ঠানসমূহের বাস্তব চিত্র খুঁজতে বা সংরক্ষণ করতে সহজতম হবে। সারা দেশ এ দ্বারা উপকৃত হবে। দ্রুততমভাবে যেখানে সেখানে বসেই যার যখন যা প্রয়োজন তা স্বচক্ষে দেখে নিশ্চিত হবার এটি কতটা সুব্যবস্থা তা প্রশংসা করে শেষ করা অসম্ভব। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এটি স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য সব সময়ই দরকার। এর সহযোগিতায় সমস্ত জড়তা অবহেলা ও কালক্ষেপণ নাশ করে সূর্যালোকের মত প্রতিষ্ঠানটি সুষ্পষ্ট হবে বলে আমার একান্ত বিশ্বাস।

অধ্যক্ষের বাণী

image-not-found

প্রধান শিক্ষকের বক্তব্য
ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়টি কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন ১নং সাতানী ইউনিয়ন পরিষদের অন্তভর্‚ক্ত বৃটিশ আমলের ঐতিহ্যবাহী কালির বাজার সংলগ্ন স্থানে অবস্থিত। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষার মূল ¯্রােত ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত ১২/১২/১৯৯৩ ইং তারিখে এক গণমিটিং-এর মাধ্যমে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী জনের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে তথা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি উত্তরোত্তর এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করছি।